google

বিষণ্ণ অনুভূতি

পুরনো স্মৃতি গুলো আজ ঝাপসা মনটা ক্লান্ত আজ মিথ্যে অভিনয়ে। বিষণ্ণতার পাহাড় চিরে জীবনের আকাঙ্ক্ষা রাও তৃষার্ত। নিঃসঙ্গতা কুড়ে কুড়ে খায় একাকীত্বের মূহুর্তদেরকে। মন বলে, একান্ত'ই কাউকে নিয়ে ভাবতে চাই, ভালবাসতে চাই, ভেসে যেতে চাই এক অদৃশ্য মায়ার টানে। তবে বিবেক বলে, ভালবাসলেই সেই হারানোর ভয়, ভালবাসলেই সেই অবহেলার পাত্র হতে হয়। পরিশেষে অলক্ষ্যে চুপিসারে হাসি, আর নিজেই নিজেকে বলি! তারচেয়ে একলা আছি- বেশ ভাল'ই আছি। কেননা জীবন জীবিত থাকার একটা অভিনয়। 🖌Akku