google

পরিবর্তন


 অনেক দিন ক্যালেন্ডারে চোখ বুলাই না। দিন তারিখেরও হিসেব রাখিনা অনেক দিন। শুধু হতাশ হয়ে ঘড়ির কাঁটায় তাকিয়ে থাকি। কী দ্রুতই না সময় কেটে যাচ্ছে!

 প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট এবং প্রতিটি ঘন্টা কেটে যাচ্ছে এক নিস্তব্ধ করুণ হতাশায়। ঘড়ির কাঁটায় দ্রুত পরিবর্তিত সময়ে তখন খুব মনে পড়ে যায় তোকে। রাত এখন আবার বিনিদ্র কাটে। তোর কথা মনে করতে গেলে সব এলোমেলো হয়ে যায়। দিন দিন কেমন নিষ্ঠুর হয়ে যাচ্ছি। চার দেয়ালের মাঝে বন্দি করে ফেলেছি নিজেকে। কী অদ্ভুত লাগে সে সময়টা! এখন দেখ পরাজয় হতে হতে আমি ক্লান্ত। 

সেদিনের পর তোর নাম্বর থেকে আর কল আসেনি। আমিও কল করিনি । নাম্বরটা সেদিনই ফোন থেকে মুছে ফেলেছিলাম। ফোন থেকে মুছেছিলাম ঠিকই, কিন্তু মন থেকে মোছা হয়নি। তাইতো মাঝে মাঝেই নম্বরটা ডায়ালে উঠিয়েছি, কিন্তু কল করিনি।

 সময়ের সাথে সাথে দূরত্বটা কয়েকশো গুন বেড়েছে | এত দূরত্ব! কই,এমন তো কথা ছিলো না!

 কী-ই বা হতো যদি আমায় একটাবার গ্রহন করে নিলে?


~akku