google

লাশ

মরে যাওয়া মানুষটির প্রতি আমাদের উৎসাহ বেশি থাকে, অথচ সেই মানুষটি বেঁচে থাকা অবস্থায় আমরা খোঁজও নিয় না। একবার জানতেও চাই না সে কেমন আছে। আমাদের আশে পাশে এমন অনেক মানুষ আছে, যারা একাকিত্বতা আর হতাশায় রোজ ডুবে থাকে। অথচ ঠোঁটে কেমন দিব্যি হাসি নিয়ে ঘুরে বেড়ায়। তাদের হাস্যোজ্জ্বল মুখ খানা দেখলে কেউ বলতেও পারবে না,তাদের মনের অসুখের কথা। প্রিয় বন্ধু,পরিবার কিংবা আত্নীয়স্বজন দিনে আমরা কয়জনের খোঁজ রাখতে পারি? "নিজের খোঁজই রাখা হয় না,অন্যের খোঁজ কে নিবে?" এই ভাবনায় আজকাল কত সম্পর্ক ভেঙে যায়, গড়ে প্রতিদিন একজন মানুষের অভাবে শত মানুষ ঝুলন্ত লাশ হলে ঝুলে যায়। একজন নির্দিষ্ট মানুষের সঙ্গতা আমাদের একাকিত্ব দূর করতে পারে। আমাদের বেঁচে থাকার আশাটা বাড়িয়ে তুলতে পারে। সেই নির্দিষ্ট মানুষটা যে প্রেমিক কিংবা প্রেমিকা হতে হবে তা কিন্তু নয়। আমার একজন ভালো বন্ধু দরকার, হক সে আমার বাবা-মা কিংবা কাছের কেউ। আমার কাছে ভালো থাকাটা জুরুরি, ভালেবাসা নয়। শেল্ফ ইগো আর হীনম্মন্যতা আজকাল আমাদের, নিজের কথাগুলো কাছের মানুষকে বলতে বাঁধা দেয়। নিজের ভালোলাগা টাকে গুরুত্ব দিন। নিজেকে খুশী রাখুন, অন্যেরও খোঁজ রাখুন। তখন বেঁচে থাকাটাও সুন্দর আর সুস্থ হবে। ~akku