google

অমানুষ

মুখোমুখি বসে আছি আমি আর নিসঙ্গতা। এ নতুন কিছু নয়। শুধু শহর জানে, এই বুকের বাগানে শুয়ে আছে মৃত বাইশ-টা বছর। শোক না,দুঃখ না, হঠাৎ নিরুদ্দেশের খাতায় একটা মানুষ অবিকল আমার মত হেঁটে চলে এই শহরের প্রতিটা গল্পের খাতায়, আমার মত হেঁটে বেড়ায় একটা অমানুষ, মানুষের ভূমিকায়। আমারও বুকেও আগুন জ্বলে... পুড়ে যায় সাজানো আমার স্বপ্ন ! তবু দুঃখ নেই ,তবু কোন কষ্ট নেই,শুধু আছে কিছু অভিমানী নির্বাসন আমার বুকের অতল গভীরে। ©~akku