google

প্রাক্তন

  


 

একটা সত্য আজ নাই বা বললাম...

দেখতে দেখতে যখন এক যুগ পাড় হয়ে যাবে...

আমরা পুরাতন সেই রাস্তায় রোজ মিলিত হবো না..

রোজ আবেগ দিয়ে অভিমানের মালা গাঁথবো না...

তুমিও নিরাবতার গান গাইবে না...

স্মৃতি গুলো হারিয়ে বন্ধি বাক্সের ধূলোয় জমে থাকবে...

চোখের অশ্রু গুলো অন্য কোনে ঠিকাণায় চিঠি পাঠাবে...

ঠিক সেদিন আমাদের দেখা হবে...

আমি জানি হবে..

প্রকৃতি বার বার তোমায় ফিরিয়ে আনতে চাইবে...

তোমার কর্ম ব্যস্ত জীবনে,

নতুন রাস্তার মোড়ে  অচেনা পথিকের ন্যায় আমরা ধাক্কা খাবো...

চির চেনা মানুষটিকে চিনতে সময় নিবো না..

তবে অভিনয়ের ছলে হেসে বলবো,

আরে তুমি পুরো বদলে গেছো...


আসলে বাহিরটা বদলালেও মানুষের কি মন বদলায়..??

স্মৃতিগুলো হালকা স্পর্শ পেলেই জেগে ওঠে...

মনে মনে সংকোচন চলে,

কে বলেছিলো তোমায় ভালোবাসতে...


~akku